ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

শিশুকে নির্মম নির্যাতন: মাদ্রাসাশিক্ষক গ্রেফতার

সাভার প্রতিনিধি

প্রকাশিত : ১৩:১৮, ১৫ সেপ্টেম্বর ২০২০

সাভারের আশুলিয়ায় দুই মাদ্রাসা শিক্ষার্থীকে হাত পা বেঁধে পাশবিক নির্যাতনের ঘটনায় অভিযুক্ত শিক্ষক ইব্রাহিম মিয়াসহ চারজনকে আটক করেছে পুলিশ। 

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে আশুলিয়ার মদনেরটেক এলাকায় জাবালে নূর মাদ্রাসায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। 

পুলিশ জানায়, গত ১১ সেপ্টেম্বর তুচ্ছ ঘটনা নিয়ে মাদ্রাসায় শিশু শিক্ষার্থী রাকিব হোসেন (১৪) ও মাহফুজুর রহমান (১০)-কে হাত পা বেঁধে পিটিয়ে গুরুতর আহত করে শিক্ষক হাফেজ মো. ইব্রাহিম মিয়া। পরে নির্যাতনের সেই ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। খবর পেয়ে ২ শিশুকে উদ্ধার করে পরিবারের সদস্যরা। এদের মধ্যে শিশু রাকিব হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে টাঙ্গাইলে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

পরে ফেসবুকে শিশু শিক্ষার্থীকে মারধরের ভিডিও ভাইরাল হলে ঘটনাস্থলে যায় আশুলিয়া থানা পুলিশ। 

নির্যাতনের শিকার শিশু শিক্ষার্থী মাহফুজুর রহমান জানায়, ‘তার সহপাঠী রাকিবুল নির্যাতন সইতে না পেরে পালিয়ে যায়। পরে তাকে খুঁজে নিয়ে এসে মাদরাসার ভিতর হাত-পা বেঁধে নির্যাতন চালায় শিক্ষক ইব্রাহিম। এ সময় রাকিবুলকে পালাতে সহায়তার অভিযোগে তাকেও নির্মমভাবে বেত্রাঘাত করে জখম করেন ওই শিক্ষক।’

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মহির উদ্দিন জানান, ‘শিশু শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগের সত্যতা মিলেছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’

এআই/এমবি


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি