ঢাকা, বুধবার   ১৫ মে ২০২৪

শিশুদের ইন্টারনেট ব্যবহারের সুযোগে কাজ করবে গ্রামীণফোন ও ব্র্যাক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৩৮, ১৪ জানুয়ারি ২০১৮

দেশজুড়ে পিছিয়ে পড়া শিশুদের ইন্টারনেট ব্যবহারের সুযোগ সৃষ্টিতে এক সাথে কাজ করবে গ্রামীণফোন ও ব্র্যাক। এ উদ্দেশ্যে সম্প্রতি প্রতিষ্ঠান দু’টির মধ্যে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। গ্রামীণফোনের প্রধান কার্যালয় জিপি হাউজে এ চুক্তি সম্পন্ন হয়।

গ্রামীণফোনের পক্ষে চিফ প্রকিওরমেন্ট অফিসার আবুল কাশেম মহিউদ্দিন আল আমিন এবং ব্র্যাকের পক্ষে ডিরেক্টর স্ট্র্যাটেজি, কমিউনিকেশনস অ্যান্ড এমপাওয়ারমেন্ট আসিফ সালেহ এ চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, গ্রামীণফোনের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মাহমুদ হোসেন এবং ব্র্যাক এডুকেশন প্রোগামের ম্যানেজার আইসিটি মাসুম বিল্লাহ।

এ চুক্তির অধীনে গ্রামীণফোন, ব্র্যাকের গণকেন্দ্র প্রকল্প পরিচালিত বিদ্যালয়গুলোতে আড়াইশটি থ্রিজি ওয়াইফাই রাউটার এবং আড়াইশটি সিমকার্ড দিবে। এছাড়াও, গ্রামীণফোন সর্বমোট পাঁচশবিদ্যালয়ে এ বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বিনামূল্যে ইন্টারনেট ডাটা প্যাকেজ (প্রতিমাসে ৫ জিবি) দিবে যা দুই লাখের বেশি শিশু ব্যবহার করতে পারবে। ব্র্যাক ২৫০ নির্বাচিত স্কুলে মডেম এবং সিমের সুষ্ঠু বিতরণ নিশ্চিত করবে।

এ চুক্তির বিষয়ে গ্রামীণফোনের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মাহমুদ হোসেন বলেন বলেন, ‘আমরা ফোরজির নতুন যুগে প্রবেশের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। এখন ইন্টারনেটের সহজলভ্যতা আগের চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে, আমাদের নিরলস প্রচেষ্টার ধারাবাহিকতা হিসেবে, একই লক্ষ্য অর্জনে আমরা ব্র্যাকের সাথে কাজ করছি।

ব্র্যাকের ডিরেক্টর স্ট্র্যাটেজি, কমিউনিকেশনস অ্যান্ড এমপাওয়ারমেন্ট আসিফ সালেহ বলেন, “বড় পরিসরে তথ্যপ্রযুক্তির ক্ষমতায়নে, ‘গ্রামীণফোনের প্রযুক্তিগত সহায়তায় আমরা আমাদের পরিচালনাগত দক্ষতার পূর্ণ ব্যবহার করব। এ প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে সহজেই ইন্টারনেট পৌঁছে যাবে। তাই আমরা এ প্রকল্পকে ইন্টারনেটের আলোয় উদ্ভাসিত ভবিষ্যতের সূচনা হিসেবে দেখছি

 

এস এইচ এস//টিকে


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি