ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

শীত ও কুয়াশায় ফসলের ক্ষতি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৯, ১৬ জানুয়ারি ২০২০

উত্তরাঞ্চলে হিমেল হাওয়া, প্রচণ্ড শীত ও কুয়াশা অব্যাহত রয়েছে। তবে আগের চেয়ে তাপমাত্রা বাড়লেও শীতের তীব্রতা কমেনি।

এদিকে, শীতের তীব্রতায় জনজীবন বিপন্ন হওয়ার পাশাপাশি ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে। তীব্র শীতে উত্তরাঞ্চলের চুয়াডাঙ্গা, ময়মনসিংহসহ বিভিন্ন জেলায় বোরো বীজতলার ব্যাপক ক্ষতি হয়েছে। কীটনাশক স্প্রে করেও সুফল মিলছে না বলছেন কৃষকরা।

চুয়াডাঙ্গায় অব্যাহত ঘন কুয়াশা ও রোদ না থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছে ধানের চারা, ঝরে পড়ছে সরিষার ফুল। তীব্র ঠাণ্ডায় কৃষক জমিতে কাজ করতে পারছে না।

অনেকে বোরো বীজতলায় পলিথিন দিয়ে ঢেকে কিংবা নানা রকমের কীটনাশক স্প্রে করেও তেমন কোনও সুফল পাচ্ছেন না।

চলতি মৌসুমে মাগুরায় সিম চাষের জন্য ৪২০ হেক্টর জমি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও চাষ হয়েছে ৪০০ হেক্টর জমিতে। মৌসুমের শুরু থেকেই বাজারে দাম ভাল থাকলেও অব্যাহত ঘন কুয়াশা মৌসুমি বৃষ্টির ফলে সিম ক্ষেতে ডগা পাচা রোগসহ ও অন্যান্য পোকা মাকড়ের আক্রমণে গাছের ক্ষতি হয়েছে, হ্রাস পেয়েছে উৎপাদনও। 

কনকনে শীতরে সঙ্গে হমিলে হাওয়ায় জনজীবন বিপর্যস্ত ময়মনসিংহেও। শীত আর ঘন কুয়াশার কারণে শীতকালীন শাক-সবজি ও বোরো ধান চাষ ব্যাহত হচ্ছে।

এদিকে মৌলভীবাজারের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈতপ্রবাহ। দিনের অধিকাংশ সময় আকাশ রয়েছে মেঘাচ্ছন্ন এবং ঘন কুয়াশায় আবৃত। সবচেয়ে দুভোর্গে আছেন নিম্ন আয়ের মানুষ।

একে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি