ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

শীতলক্ষ্যায় নিখোঁজ তিন জনের লাশ উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৮, ১০ জুলাই ২০১৮ | আপডেট: ১২:১৪, ১০ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে তিনটি লাশ উদ্ধার করেছে ডুবুরি দল। নদীর সেন্ট্রাল খেয়াঘাটে ট্রলারের ছাদ থেকে পড়ে নিখোঁজ হওয়া যাত্রীদের মধ্যে এই তিনজনের লাশ উদ্ধার করা হলো।

আজ মঙ্গলবার সকালে টানবাজার লবন ঘাটসহ আশপাশের এলাকায় লাশগুলো ভেসে ওঠে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরী দল ঘটনাস্থলে গিয়ে লাশগুলো উদ্ধার করে।

উদ্ধার হওয়া তিন মৃতদেহের দু’জনের পরিচয় পাওয়া গেছে। তার হলেন- বন্দর উপজেলার মদনগঞ্জ ইসলামপুর এলাকার রমিজ উদ্দিনের ছেলে ইমন, একই এলাকার কানাই মিয়ার ছেলে দ্বীন ইসলাম। 

উল্লেখ্য, গত রোববার লঞ্চের সঙ্গে ট্রলারের ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। এতে আরো কেউ নিখোঁজ আছে কিনা তা নিশ্চিত করতে বিকেল পর্যন্ত নদীতে তল্লাশী চালাবে ডবুরিরা।

/ এআর /

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি