ঢাকা, মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪

শীতার্ত মানুষের পাশে নলছিটি’র ইউএনও

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৩, ২২ ডিসেম্বর ২০১৯

শীতার্ত ও ছিন্নমূল মানুষদের খুঁজে কম্বল জড়িয়ে দিলেন ঝালকাঠির নলছিটি উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদার।

শনিবার গভীর রাতে শীতার্ত ও ছিন্নমূল মানুষের দুর্ভোগ লাঘবে উপজেলার দপদপিয়া জিরো পয়েন্টসহ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন ইউএনও অফিসের নাজির মো. নাজিম উদ্দিন খান।

শীতার্ত মানুষগুলো উপজেলা প্রশাসনের হাত থেকে একটি করে কম্বল পেয়ে আবেগ আপ্লুত হয়েছেন।

উপজেলা নির্বাহি অফিসার (ইউএনও) রুম্পা সিকদার বলেন, বিত্তবান মানুষ গরম কাপড় কিনে শীত নিবারণ করতে পারলেও গরিব-ছিন্নমূল মানুষরা টাকার অভাবে শীতের গরম কাপড় কিনতে পারছেন না। তাই অসহায় মানুষের জীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ।

গত কয়েক দিনে তাপমাত্রা কমে যায় ফলে দিনমজুর শ্রেণির মানুষ কাজেও যেতে পারছে না। তাদের কষ্ট কিছুটা লাঘব করার জন্য রাতের বেলা উপজেলা প্রশাসন এ মানবিক উদ্যোগ নিয়েছে।

তিনি প্রশাসনের পাশাপাশি দেশের বিত্তবানদের শীতার্ত গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি