ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪

শুরু হচ্ছে ৩ দিনব্যাপি এশিয়ান ট্যুরিজম ফেয়ার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০১, ১৯ সেপ্টেম্বর ২০২৩

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২১ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত ৩ দিনব্যাপি এশিয়ান ট্যুরিজম ফেয়ার অনুষ্ঠিত হবে।

ফেয়ার উপলক্ষে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয় প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। 

সাধারণ গ্রাহকের জন্য মেলার প্রবেশমূল্য ৩০ টাকা, তবে অনলাইনে রেজিস্ট্রেশন করলে বিনামূল্যে প্রবেশ করতে পারবেন শিক্ষার্থীরা। 

মেলায় ১০০টি দেশী পর্যটন প্রতিষ্ঠান আর ৫০টি বিদেশী প্রতিষ্ঠান অংশ নেবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।

২১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বেলা ১১টায় বিআইসিসিতে মেলার উদ্বোধন করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী।

বাংলাদেশের সবচেয়ে বড় ভ্রমণ মেলা হিসেবে এটিএফ ঢাকা পর্যটন মানচিত্রে একটি বড় জায়গা নিয়ে আছে। পর্যটকরা লোভনীয় ভ্রমণ গন্তব্য, অনন্য অভিজ্ঞতা এবং বিশেষ ভ্রমণ প্যাকেজের বিষয় সম্পর্কে স্বচ্ছ ধারণা পাবেন। কোলাহলপূর্ণ শহর থেকে নিরিবিলি সৈকত, ঐতিহাসিক স্থান থেকে আধুনিক আকর্ষণ– ভ্রমণের প্রতিটি দিককে ভালোভাবে তুলে ধরবে এবারের মেলা।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি