ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

‘শেখ কামাল ছিলেন বহুমুখি প্রতিভার অধিকারি’ (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৩, ৫ আগস্ট ২০২০ | আপডেট: ১৯:৩৩, ৫ আগস্ট ২০২০

শেখ কামাল ছিলেন বহুমুখি প্রতিভার অধিকারি, বেঁচে থাকলে দেশকে অনেক কিছু দিতে পারতেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

ছোট ভাই শহীদ শেখ কামালের ৭১তম জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনায় প্রধানমন্ত্রী বলেন, শেখ কামাল শুধু ক্রীড়া সংগঠকই ছিলেন না সাংস্কৃতিক ক্ষেত্রে তার অবাধ বিচরণ ছিল। তিনি ছিলেন আন্দোলন-সংগ্রামের সংগঠক।
 
বিশিষ্ট ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক শেখ কামালের ৭১তম জন্মদিন। এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে যুব ও ক্রীড়া মন্ত্রনালয়। আলোচনায় অংশ নেন শেখ কামালের বড় বোন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

আলোচনার শুরুতে প্রধানমন্ত্রী শেখ কামালের সঙ্গে ছোট বেলার নানা স্মৃতি তুলে ধরেন। বলেন, কামাল বয়সে ২ বছরের ছোট হলেও একসঙ্গেই খেলাধুলা খুনসুটি করতেন তারা।

প্রধানমন্ত্রী বলেন, কামালের ছোট বেলা থেকেই খেলাধুলার প্রতি আগ্রহ ছিল। আগ্রহ ছিল সাংস্কৃতিক কর্মকান্ডের প্রতিও।
কামাল বেঁচে থাকলে দেশ উপকৃত হতো উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ক্ষনজন্মা এই মানুষটি শুধু খেলার মাঠেই নয় আন্দোলন সংগ্রামে রাজপথও দাপিয়ে বেড়িয়েছেন। 

ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে শেখ কামাল যে অবদান রেখেছেন তা প্রধানমন্ত্রীর ছেলে হিসেবে নয় বরং একজন সংগঠক হিসেবে রেখেছেন বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।   

এসইউএ/আরকে
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি