ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

শেখ হাসিনাকে ইথিওপিয়ার প্রধানমন্ত্রীর অভিনন্দন

প্রকাশিত : ০৮:৪৪, ৪ ফেব্রুয়ারি ২০১৯ | আপডেট: ১১:১৮, ৪ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

ইথিওপিয়ার প্রধানমন্ত্রী ড. আবিয়ী আহমেদ চতুর্থবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো বার্তায় ইথিওপিয় প্রধানমন্ত্রী বলেন, ‘ইথিওপিয়ার সরকার ও জনগণ এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী পুনর্নির্বাচিত হওয়ায় আপনাকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি।

ড. আহমেদ দায়িত্ব পালনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাফল্য কামনা করেন।

তিনি বলেন, ‘বাংলাদেশের সঙ্গে ইথিওপিয়ার সম্পর্ক দীর্ঘস্থায়ী ও গভীর এবং আমি আস্থাবান যে আগামী বছরগুলোতে আপনার নেতৃত্বে এ সম্পর্ক আরো গভীর হবে।’

টিআর/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি