ঢাকা, শনিবার   ১৯ জুলাই ২০২৫

শেখ হাসিনার নেতৃত্বে মঙ্গল জয় করবো: পলক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৭, ৩১ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর সফল ‍উৎক্ষেপণ হয়েছে। স্যাটেলাইটধারী বিশ্বে ৫৭তম দেশ হিসেবে এই দেশ আজ বিশ্ব দরকারে নিজেকে তুলে ধরেছে। শেখ হাসিনার নেতৃত্বে আমরা মঙ্গল জয় করবো।  

বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ উপলক্ষে আজ মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

পলক বলেন, দেশে ইন্টারনেট ব্যবহারকারী আজ ৯ কোটি। ১০ কোটি মানুষ আজ হ্যান্ডসেট ব্যবহার করছে। ১৫ কোটি সিম ব্যবহার করছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ আজ ডিজিটাল। ২০০০ ইউনিয়ন আজ ফাইবার অপটিকের আওতায়। ইউনিয়ন সেবাদান কেন্দ্রে ১১শ’ তরুণ আজ প্রযুক্তি সেবা দিচ্ছে গ্রামের মানুষকে। শিগগিরই হাইস্পিড ইন্টারনেট প্রতিটি ঘরে ঘরে পৌছে যাবে। সেজন্য কাজ চলছে।

পলক বলেন, ৩লাখ তরুণকে আইটিতে প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে। আইটিতে ব্যাপক কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ অতিথি হিসেবে আছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, ডাক টেলিযোগাযোগ ও আইসিটি মন্ত্রী মোস্তাফা জব্বার।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি