ঢাকা, মঙ্গলবার   ১৯ মার্চ ২০২৪

শেরপুরে উপকার ভোগীদের মাঝে মানবিক সহায়তা প্রদান

শেরপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:২১, ২ আগস্ট ২০২১

শেরপুর সদর উপজেলার বেতমারী ঘুঘুরাকান্দি ইউনিয়নের চরখারচর এলাকায় আশ্রয়ণ প্রকল্পের উপকার ভোগীদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় স্বাস্থ্য বিধি মেনে এই মানবিক সহায়তা প্রদান করা হয়।

রোববার (১ আগস্ট) দুপুরে আশ্রয়ণ প্রকল্পের ৩০ জন উপকার ভোগীদের মাঝে মানবিক সহায়তা তুলে দেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি।

পরে জেলা প্রশাসক মোঃ মোমিনুর রশীদের সভাপতিত্বে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হুইপ আতিউর রহমান আতিক এমপি। 

এছাড়া বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ মুস্তাফিজুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন রহমান অমি, ভূমি কর্মকর্তা তনিমা আফ্রাদ, ইঞ্জিনিয়ার সালমান রহমান রাসেল, ১৪নং বেতমারী ঘুঘুরাকান্দি ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ মজু, সাবেক চেয়ারম্যান একে এম রফিকুল ইসলাম প্রমুখ।
 
অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল-মামুন। 

মানবিক সহায়তা প্রদান শেষে আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের ঘরের পাশে মুজিববর্ষ উপলক্ষে একটি করে গাছ লাগান অতিথিবৃন্দ।

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি