ঢাকা, মঙ্গলবার   ১৯ মার্চ ২০২৪

শেরপুরে জ্বর-শ্বাসকষ্টে একজনের মৃত্যু, ১০ বাড়ি লকডাউন

শেরপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৫৯, ৩০ মার্চ ২০২০

শেরপুরে নালিতাবাড়ীতে জ্বর ও শ্বাসকষ্টে ভুগতে থাকা আব্দুল আওয়াল (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার রাত সাড়ে ৯টার দিকে মারা যান তিনি।
 
মৃত আওয়াল বাগেরহাটের রামপালে পাইলিং কন্সট্রাকশনের নির্মাণ শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। 

জানা গেছে, গত চারদিন আগে সাধারণ ছুটি পেয়ে বাড়িতে আসেন আব্দুল আওয়াল। এরপর তার জ্বর ও শ্বাসকষ্ট বেড়ে যায়। স্থানীয় ফার্মেসি থেকে আনা ওষুধ ব্যবহারেও কাজে আসেনি। পরে রোববার হাসপাতালে নেয়া হলে রাতেই তিনি মারা যান। 

এদিকে, জ্বর ও শ্বাসকষ্টে মারা যাওয়ায় তিনি করোনায় আক্রান্ত হতে পারেন বলে ধারণা করছেন এলাকাবাসী। 

পলাশীকুড়া গ্রামের ইউপি সদস্য নুরুল হক মৃতের পরিবারের বরাত দিয়ে বলেন, ‘আব্দুল আওয়াল অনেক আগে থেকেই শ্বাসকষ্টে ভুগছিলেন। ছুটিতে বাড়িতে আসার পর হঠাৎ করে শ্বাসকষ্ট ও জ্বর বেড়ে যাওয়ায় নিজ বাড়িতেই তার মৃত্যু হয়। তিনি  করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে সন্দেহ করছেন গ্রামবাসী।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুর রহমান সাংবাদিকদের জানান, ‘বিষয়টি শেরপুর জেলা সিভিল সার্জনকে অবহিত করার পর আজ সোমবার সকালে মৃতের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা-নীরিক্ষার পর জানা যাবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা।’

সিভিল সার্জন ডাক্তার আনোয়ারুর রউফ জানান, ‘আপাতত ওই ব্যক্তির সংস্পর্শে যারা ছিলেন তারাসহ আশপাশের ১০টি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে। এছাড়া নিয়ম মেনে তার দাফন কাফনের ব্যবস্থা করতে জেলার ইসলামিক ফাউন্ডেশনকে নির্দেশনা দেয়া হয়েছে।’

এআই/এসি
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি