ঢাকা, শুক্রবার   ১৭ মে ২০২৪

শেষ পর্যায়ে অপুর ‘শর্টকাট’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২৬, ১৯ জুলাই ২০১৮

ঢালিউডের জনপ্রিয় মুখ অপু বিশ্বাস। গত জুনে কলকাতার নতুন একটি চলচ্চিত্রে কাজ শুরু করেন তিনি। সিনেমার নাম ‘শর্টকাট’। কলকাতার জনপ্রিয় কণ্ঠশিল্পী নচিকেতা চক্রবর্তীর লেখা গল্প নিয়ে করা এ সিনেমাতে অপু অভিনয় করছেন নূরজাহান চরিত্রে। ইতিমধ্যেই সিনেমার বেশিরভাগ অংশের কাজ শেষ করেছেন বলে জানিয়েছেন অপু বিশ্বাস।

এ প্রসঙ্গে অপু বলেন, এ সিনেমার গল্পটি অসাধারণ। এতে আমি নূরজাহান চরিত্রে অভিনয় করছি। এটি একটি চমৎকার চরিত্র। কণ্ঠশিল্পী নচিকেতা চক্রবর্তীর লেখা গল্প নিয়ে তৈরি হচ্ছে সিনেমাটি। এটি পরিচালনা করছেন কলকাতার পরিচালক সুবীর মণ্ডল। আমরা সবাই অনেক আনন্দের সঙ্গে কাজটি করছি। কলকাতার সিনেমাতে আমার প্রথম কাজ এটি। আমার অংশের অল্প কিছু কাজ বাকি। বলতে গেলে শেষদিকের কাজ চলছে এখন। শিগগিরই ভারতে গিয়ে বাকি কাজের পাশাপাশি সিনেমার ডাবিংয়ে অংশ নেব। আশা করি, সিনেমাটি দর্শক পছন্দ করবেন।

এ সিনেমাটিতে আরও অভিনয় করছেন বাংলাদেশের অরিন, কলকাতার পরমব্রত চট্টোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, অনিন্দিতা বসু, চন্দন সেন প্রমুখ। এর সংগীতের দায়িত্বে থাকছেন নচিকেতা নিজেই।

দুই যুবকের গল্প নিয়ে তৈরি হতে যাওয়া ‘শর্টকাট’-এ দেখা যাবে বিত্তবান পরিবারের এক ছেলে আর ঠিক পাশের বস্তিতে থাকা আরেকটি ছেলে। আপাতদৃষ্টিতে অবস্থান আলাদা হলেও তাদের দুজনের জীবনেই ব্যর্থতা রয়েছে। তবে কোথাও গিয়ে তারা যেন মিলে যায়। দুই ধরনের জীবনের গল্প দেখা যাবে সিনেমাতে। এদিকে এ সিনেমার বাইরে অপু বিশ্বাস বর্তমানে দেবাশীষ বিশ্বাসের ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’ সিনেমার কাজ করছেন। এ সিনেমাতে তার বিপরীতে অভিনয় করছেন এই প্রজন্মের নায়ক বাপ্পি চৌধুরী। সিনেমাটি প্রযোজনা করছে বেঙ্গল মাল্টিমিডিয়া।

এসএ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি