ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

শেষ মুহুর্তে জমে উঠেছে সারা দেশের ঈদ বাজার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫০, ২৩ জুন ২০১৭ | আপডেট: ১৬:২৮, ২৩ জুন ২০১৭

শেষ মুহুর্তে জমে উঠেছে ঈদ বাজার। রংপুর, কুমিল্লা, পাবনা, ভৈরব, বরগুনাসহ সারাদেশের বিপনী বিতানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভীড়। বেচা-বিক্রিতে ব্যস্ত দোকানীরা। ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে দেশীবিদেশী নানা নামের ও ডিজাইনের পোশাক রয়েছে দোকানে দোকানে। পোশাকের পাশাপাশি ভীড় বেড়েছে প্রসাধন সামগ্রী ও জুতার দোকানেও।

ক’দিন পরেই ঈদ। ঈদের দিন খুশির রঙে নিজেদের রাঙাতে ক্রেতারা ছুটছেন বিপনী বিতানগুলোতে।
রংপুরে শেষ সময়ের কেনাকাটায় মার্কেটগুলোতে ক্রেতাদের ভিড়। তবে সবচে বেশি ভিড় প্রসাধন সামগ্রী ও গহনার দোকানে। পোশাকের সাথে মিলিয়ে বিভিন্ন সামগ্রী কেনার জন্য ক্রেতারা ছুটছেন দোকানে দোকানে।

কুমিল্লার বুটিকের দোকানগুলোতে তরুণীদের ভীড় বেড়েছে। নগরীর বড় বড় মার্কেটগুলোতে রমজানের প্রথম থেকেই বিক্রি চলছে। অন্যদিকে নিম্নআয়ের মানুষ পছন্দমত কেনাকাটায় বেছে নিচ্ছেন হকার্স মার্কেট।

পাবনার রবিউল মার্কেট, নিউমার্কেট, খান বাহাদুর শপিং মল, হুমায়রা মার্কেটসহ বিভিন্ন বিপনীবিতানে কেনাকাটায় ব্যস্ত ক্রেতারা। মা-বাবার সাথে ঈদের বাজারে এসেছে শিশুরাও, কিনছে পছন্দের পোশাক।

ভৈরবে জামা কাপড় ও জুতোর দোকানে ভিড় বাড়ছে প্রতিদিন। দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও পছন্দের পণ্য কিনে খুশি মনেই বাড়ি ফিরছেন ক্রেতারা।

এবারের ঈদে নারীদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে ইন্ডিয়ান বাহুবলী টু, পাঞ্চু, সারারাসহ নানান নামের বাহারী সব পোশাক।

এদিকে, রোজার শুরুতে ক্রেতাদের উপস্থিতি কম থাকলেও শেষ মুহুর্তে সরগরম হয়ে উঠেছে উপকূলীয় শহর বরগুনার ঈদ বাজার।

ঈদ যত ঘনিয়ে আসছে দোকানগুলোতে ভিড় আরো বাড়বে বলে মনে করছেন বিক্রেতারা।

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি