ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

শ্রীমঙ্গলে কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৯:২৬, ২৪ মার্চ ২০২৩

Ekushey Television Ltd.

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কাভার্ডভ্যানের ধাক্কায় সুমন রায় (২৬) নামের এক পথচারী নিহত হয়েছে। শুক্রবার (২৪ মার্চ) দুপুর ১টার দিকে শহরের হবিগঞ্জ রোডস্থ র‌্যাব-৯ ক্যাম্প-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সুমন সন্ধানী আবাসিক এলাকার রাধাচরণ রায়ের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনাস্থলে সড়কে ময়লা পানি জমে থাকায় নিহত সুমন বাইসাইকেল চালিয়ে উল্টা পথে যাচ্ছিল। এমন সময় প্রাণ কোম্পানির একটি কাভার্ডভ্যানের সাথে ধাক্কা লেগে সাইকেল থেকে পড়ে মাথায় মারাত্মক আঘাত পায় এবং সেখানই তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার  বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। গাড়িটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে।
কেআই//


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি