ঢাকা, মঙ্গলবার   ১৪ মে ২০২৪

সংখ্যালঘুরা যেন ভোট দিয়ে নিরাপদে বাড়ি ফিরতে পারে: সিইসি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৩, ২৮ ডিসেম্বর ২০১৮

সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়ে সবাইকে খেয়াল রাখার আহ্বান জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেন, ‘তারা যাতে করে ভোট দিয়ে নিরাপদে বাড়ি যেতে পারেন সেদিকে লক্ষ্য রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করবো।

শুক্রবার (২৮ ডিসেম্বর) সকালে নির্বাচন ভবনে ফলাফল ঘোষণা কেন্দ্র ও গণমাধ্যম বুথ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার।

এসময় তিনি সকলের জন্য নিরাপত্তা ও নিরাপদ অবস্থান সৃষ্টি করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ জানান। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আশা করবো দেশবাসী যারা ভোটার তারা যেন ভোটকেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নিরাপদে বাড়ি ফিরতে পারেন।’

এছাড়া আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলেও মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার। তিনি বলেন, ব্যাপক সংখ্যক ও সর্বাধিক প্রার্থী এবারের নির্বাচনে অংশগ্রহণ করেছে। উৎসবমুখর ভোট হবে এটাই আশা।

৩০ ডিসেম্বরের নির্বাচন নিয়ে বিএনপি ও বিরোধীপক্ষের আতঙ্ক রয়েছে, এ প্রসঙ্গে জানতে চাইলে সিইসি বলেন, ‘অবশ্যই ভুল প্রমাণ হবে। আমরা প্রস্তুত, ভোটাররা সবাই উৎসবমুখর এবং আনন্দঘন পরিবেশে ভোটে অংশগ্রহণ করবে।’

তিনি বলেন, ‘নির্বাচনের প্রচার আজ শুক্রবার সকাল ৮টা থেকে বন্ধ হয়ে গেছে। এখন যারা প্রার্থী ও প্রার্থীর সমর্থক সুষ্ঠু নির্বাচনের জন্য যার যার অবস্থান থেকে নির্বাচনে অংশ নিবেন। কাউকে কোনো রকমে কেউ যেন বাঁধা দিতে না পারে। যার যার ভোট যেন সে দিতে পারে।’

আরকে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি