ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

সংগীতজ্ঞ, সুরকার সুধীন দাসগুপ্তকে চিরবিদায় জানানো হলো

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০০, ২৯ জুন ২০১৭

Ekushey Television Ltd.

সর্বস্তরের মানুষের বিনম্র শ্রদ্ধা আর ফুলেল ভালোবাসায় চিরবিদায় জানানো হলো কিংবদন্তী সংগীতজ্ঞ, সুরকার সুধীন দাসগুপ্তকে।
সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে তার প্রতি শ্রদ্ধা জানান শিল্পী, সুরকারসহ সাংস্কৃতিক অঙ্গনের অনেকেই। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। সেসময় সংগীত জগতে তার অসামান্য অবদানের কথা স্মরণ করেন সবাই। কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের পর তার শেষকৃত্য হয় রাজধানীর পোস্তগোলা শ্মশানে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি