ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

সংগীতের নতুন প্লাটফর্ম ‘ড্রপ বিট স্টুডিও’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪২, ২৫ জুলাই ২০১৯ | আপডেট: ১২:৪৫, ২৫ জুলাই ২০১৯

সংগীতের নতুন প্লাটফর্ম নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় তিন সংগীতশিল্পী লুৎফর হাসান, নিশিতা বড়ুয়া ও মার্সেল। তাদের উদ্যোগে গঠিত হলো সংগীতের নতুন প্লাটফর্ম ‘ড্রপ বিট স্টুডিও’। এ স্টুডিও থেকে বিভিন্ন শিল্পীর কণ্ঠে প্রকাশিত হবে একশটি মৌলিক গান। ইতিমধ্যে প্রথম গান ‘সিঙ্গেল সিঙ্গেল’র মধ্য দিয়ে তারা যাত্রা শুরু করেছেন।

লুৎফর হাসানের কথায় মার্সেলের সংগীতায়োজনে দ্বৈত গানটিতে কণ্ঠ দিয়েছেন লুৎফর হাসান ও নিশিতা বড়ুয়া।

গানের এমন উদ্যোগ প্রসঙ্গে ড্রপ বিট স্টুডিওর পক্ষে লুৎফর হাসান বলেন, ‘একশ গানের আইডিয়াটা নিশিতার। আর মার্সেল যেহেতু খুব ভালো কাজ করছে, আমাদের বোঝাপড়াটা ভালো, তাই ভাবলাম এই আকালের যুগে আমরা অনেকগুলো মৌলিক গান করতেই পারি। যেগুলোতে আমাদের পাশাপাশি অন্য অনেকেই কণ্ঠ দেবেন। সেই ভাবনা থেকেই কাজ শুরু, গুছিয়েও এনেছি অনেকটাই।  সম্প্রতি নিশিতা আর আমার দ্বৈত গান ‘সিঙ্গেল সিঙ্গেল’র শুটিং হয়ে গেলো।’

নিশিতা বলেন, ‘১০০ গানের যাত্রা শুরু হলো। এ প্রকল্পটি নিয়েছেন লুৎফর হাসান ভাইয়া। আমাকে আর মার্সেলকে সম্মান জানিয়েছেন সংযুক্ত করে। আমরা সকল শিল্পীদের সাধুবাদের সঙ্গে আমন্ত্রণ জানাব। কোন গান কোন শিল্পী গাইবেন একসঙ্গে বসে সিদ্ধান্ত নেব।’

প্রসঙ্গত, ‘সিঙ্গেল সিঙ্গেল’ ছাড়াও শিগগিরই আরও কিছু গান প্রকাশিত হতে যাচ্ছে এ ব্যানার থেকে। গানগুলো গাইছেন মিলন মাহমুদ, রাজিব, মুহিন, সালমা, কাজী শুভ, ঐশী ও ড্রপ বিট টিমের সদস্যরা।

ঈদের পর থেকে শুরু হবে দ্বিতীয় ধাপের কাজ। সেসব গানে কণ্ঠশিল্পী হিসেবে আরও অনেকেই যুক্ত হবেন বলে জানালেন লুৎফর।

গান-ভিডিওগুলো নিয়মিত প্রকাশিত হবে ‘ড্রপ বিট স্টুডিও’র ইউটিউব চ্যানেলে। 

এসএ/

 

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি