সংলাপ শুরু হচ্ছে আজ
প্রকাশিত : ০৮:৩৮, ১ নভেম্বর ২০১৮

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দল-জোটের সঙ্গে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সংলাপ শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার।
আজ সন্ধ্যা সাতটায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সাত দফা দাবি নিয়ে সংলাপে অংশ নেবে জাতীয় ঐক্যফ্রন্ট। এই সংলাপে আওয়ামী লীগসহ ১৪ দলের মোট ২৩ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন শেখ হাসিনা।
আর বিএনপি, গণফোরাম, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি, নাগরিক ঐক্য ও জাতীয় ঐক্য প্রক্রিয়াকে নিয়ে গঠিত জাতীয় ঐক্যফ্রন্টের ১৬ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন ফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন।
বিএনপির পক্ষ থেকে ফ্রন্টের প্রতিনিধি দলে থাকছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ পাঁচ নেতা।
() প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথম সংলাপ সন্ধ্যা ৭টায় গণভবনে জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে
() আওয়ামী লীগসহ ১৪ দলের পক্ষে থাকবেন ২৩ জন, নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
() ঐক্যফ্রন্টের ১৬ সদস্যবিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন ড. কামাল হোসেন, বিএনপির পক্ষে থাকবেন মির্জা ফখরুলসহ পাঁচজন
এছাড়া গণভবনে আগামীকাল শুক্রবার সন্ধ্যা সাতটায় সংলাপে যাবে বিকল্পধারা প্রেসিডেন্ট অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট নেতারা।
সোমবার সংলাপে বসবে এইচএম এরশাদের জাতীয় পার্টির (জাপা) নেতৃত্বধীন সম্মিলিত জাতীয় জোট-ইউএনএ।
এছাড়া নির্বাচন নিয়ে আলোচনার আগ্রহ প্রকাশ করে গতকাল প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছে আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় পার্টি-জেপি।
এসএ/
আরও পড়ুন