ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

সংলাপে ইলেকট্রনিক ভোটিং পদ্ধতিসহ চারদফা প্রস্তাব দিয়েছে আওয়ামী লীগ

প্রকাশিত : ১৯:৫১, ১১ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৯:৫১, ১১ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে ইলেকট্রনিক ভোটিং পদ্ধতিসহ চারদফা প্রস্তাব দিয়েছে আওয়ামী লীগ। বিকেলে বঙ্গভবনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে ১৯ সদস্যের প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে বসেন। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গভবনে পৌঁছালে স্বাগত জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। এক ঘন্টার বেশি সময়ের বৈঠকে নির্বাচন কমিশন গঠন নিয়ে আলোচনা হয়। আওয়ামী লীগের পক্ষ থেকে চার দফা প্রস্তাব তুলে ধরা হয় রাষ্ট্রপতির কাছে। প্রস্তাবের মধ্যে রাষ্ট্রপতিকে সংবিধানের ১১৮ অনুচ্ছেদ অনুসরণ করে কমিশন গঠনের সুপারিশ করা হয়। পরে ধানমন্ডিতে ব্রিফিংয়ে সংলাপের বিস্তারিত জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি