সংলাপে খাবারের মেন্যু
প্রকাশিত : ২১:৫০, ১ নভেম্বর ২০১৮ | আপডেট: ২১:৫৪, ১ নভেম্বর ২০১৮

আলোচনা সমলোচনার পর অবশেষে শুরু হয়েছে বহুল কাঙিক্ষত সংলাপ। গণভবনে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ৬ টার পর আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বসে জাতীয় ঐক্যফ্রন্ট নেতৃবৃন্দ। এর আগে সন্ধ্যা ৬ টা ২০ মিনিটের দিকে গণভবনে গিয়ে পৌছান ড. কামালে হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। তাদের অভ্যর্থনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পরপরই সংলাপ শুরু হয়। এখনও চলছে সংলাপ। সংলাপের শেষে নৈশভোজ করবে না ঐক্যফ্রন্টের নেতারা তবুও নৈশভোজের ব্যবস্থা করছে সরকার।
সংলাপ উপলক্ষে রাতের খাবার নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী-১ (এপিএস-১) এবং প্রটোকলের চৌকস কর্মকর্তারা ব্যাপক তদারকি করছেন।
প্রধানমন্ত্রী কার্যালয়ের বিশ্বস্ত সত্রে পাওয়া তথ্যে জানা যায়, খাবারের মেন্যুতে থাকছে, মাল্টা, আনারস, জলপাই ও তরমুজের ফ্রেশ জুস, পিয়ারু সর্দারের মোরগ পোলাও, চিতল মাছের কোপ্তা, রুই মাছের দো-পেঁয়াজা, চিকেন ইরানি কাবাব, বাটার নান, মাটন রেজালা, বিফ শিক কাবাব, চিংড়ি ছাড়া টক-মিষ্টি স্বাদের কর্ন স্যুপ, চিংড়ি ছাড়া মিক্সড নুডলস, মিক্সড সবজি, সাদা ভাত, টক ও মিষ্টি উভয় ধরনের দই, মিক্সড সালাদ, কোক ক্যান এবং চা ও কফি।
টিআর/
আরও পড়ুন