ঢাকা, বৃহস্পতিবার   ০২ মে ২০২৪

সংসদে পাশ হওয়া দশটি বিলে রাষ্ট্রপতির সম্মতি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫১, ১৪ নভেম্বর ২০১৮ | আপডেট: ২১:৪১, ১৪ নভেম্বর ২০১৮

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দশম জাতীয় সংসদের ২৩তম অধিবেশনে পাস হওয়া ১০টি বিলে সম্মতি জ্ঞাপন করেছেন। আজ সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় রাষ্ট্রপতি আজ এসব বিলে সম্মতি দেন।  

রাষ্ট্রপতির সম্মতি দেয়া বিলগুলো হচ্ছে, বাংলাদেশ প্রাণি সম্পদ গবেষণা ইনস্টিটিউট বিল, ২০১৮, শিশু (সংশোধন) বিল, ২০১৮; হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট বিল, ২০১৮; ওজন ও পরিমাপ মানদন্ড বিল, ২০১৮; সরকারি চাকরি বিল, ২০১৮; বাংলাদেশ শ্রম (সংশোধন) বিল, ২০১৮; বাংলাদেশ শিশু একাডেমি বিল, ২০১৮; মানসিক স্বাস্থ্য বিল, ২০১৮; সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) বিল, ২০১৮ এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বিল, ২০১৮।  

এসি   

 

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি