ঢাকা, শনিবার   ১৮ মে ২০২৪

সঞ্জয় দত্তের আত্মজীবনীমূলক গ্রন্থ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০২, ১২ জুলাই ২০১৮

সঞ্জয় দত্তের বায়োপিকের পর এবার তার আত্মজীবনী প্রকাশ হতে যাচ্ছে। আগামী বছর তার জন্মদিনে এটি প্রকাশ করা হবে। সঞ্জয় দত্ত জানিয়েছেন, আত্মজীবনীতে তার জীবনের অজানা আরও বহু তথ্য জানা যাবে।

সঞ্জয় দত্ত বলেছেন, ‘আমি একটা উল্লেখযোগ্য জীবন কাটিয়েছি, পুরোটা চড়াই-উৎরাইতে ভরা, সেখানে সুখ-দুঃখের অবস্থান পাশাপাশি। এমন অনেক চিত্তাকর্ষক ঘটনা আছে যা আমি কোনওদিনও বলার সুযোগ পাইনি। আমার স্মৃতি এবং আবেগ সকলের সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার জন্য আমি অপেক্ষা করছি।’

বইয়ের প্রকাশক হারপারকলিন্স তার বক্তব্যে জানিয়েছে, এই বইটা বলিউডের বাইরে সম্ভবত সর্বাধিক, ড্রামাটিক এবং একজন তারকার সৎ স্মৃতির বহিঃপ্রকাশ হবে।’

যদিও বইয়ের নাম এখনও ঠিক হয়নি। অভিনেতার ৬০তম জন্মদিনে ২৯ জুলাই ২০১৯ সালে প্রকাশিত হবে এটি।

প্রকাশক আরও জানিয়েছেন, তার (সঞ্জয়) জীবনের বিভিন্ন ঘটনার ঘাত-প্রতিঘাতে ‘পাঠকরা অভিনেতার মনের গভীরে প্রবেশ করতে পারবে।’

উল্লেখ্য, চলতি বছরের শুরুতে, সাংবাদিক-লেখক ইয়াসের উসমান সঞ্জয় দত্তের জীবনী প্রকাশ করেন, যার শিরোনাম সঞ্জয় দত্তঃ দা ক্রেজি আনটোল্ড স্টোরি অফ বলিউড’স ক্রেজি বয়। বইয়ের কিছু অংশ ভাইরাল হওয়ার পর সঞ্জয় দত্ত সেই বইয়ের থেকে নিজেকে বিচ্ছিন্ন করেন।

তিনি টুইট করেন, ‘আশা করি আরও ভালো বিচারবুদ্ধির উদ্ভব হবে এবং সেখানে এমন কোনও অংশ থাকবে না যা আমাকে এবং আমার পরিবারকে বিচলিত করবে না। আমার আসল আত্মজীবনী খুব তাড়াতাড়ি প্রকাশিত হবে যেখানে কোনও অসত্য তথ্য থাকবে না।’

সঞ্জয় দত্তের জীবনী অনুসারে তৈরি সিনেমা গত ২৯ জুন মুক্তি পেয়েছে। রাজকুমার হিরানি পরিচালিত এই সিনেমা বক্স অফিসে ইতিমধ্যে ৩০০ কোটির পথে পা বাড়িয়েছে। কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের পর অভিনেতা রণবীর কাপুর সকলের প্রশংসা লাভ করেছেন।

সূত্র : এনডিটিভি

এসএ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি