ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

সদরঘাট থেকে নৌচলাচল বন্ধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪৮, ২১ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

ঢাকা নদীবন্দর সদরঘাট টার্মিনালে আজ শনিবার সকাল নয়টা থেকে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। আবহাওয়া পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত সদরঘাট থেকে ৪১টি রুটে নৌচলাচল বন্ধ থাকবে। বর্তমানে সব নদীবন্দরে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত জারি রয়েছে ।

কয়েকদিনের টানা বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আবহাওয়া পরিস্থিতি প্রতিকূলে চলে গেছে। তাই আবহাওয়া পরিস্থিতি অনুকূলে না আসা পর্যন্ত এ নির্দেশ বহাল থাকবে।

এদিকে নৌযান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় লঞ্চ টার্মিনাল থেকে ফিরে যেতে হচ্ছে যাত্রীদের।

 

এমআর/এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি