ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

সন্ত্রাস দমনে বাংলাদেশ-চীন স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৭, ২৬ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

শুরু হয়েছে প্রথমবারের মতো বাংলাদেশ-চীন স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক। বৈঠকে সন্ত্রাসবাদ দমনে গোয়েন্দা তথ্য আদান প্রদান ও প্রশিক্ষণ, সাইবার অপরাধ ও মানি লন্ডারিং নিয়ে উভয় দেশের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হবে। একই সঙ্গে এসব বিষয়ে যৌথ দল গঠন করা হবে। এছাড়া এই বৈঠকে উভয় দেশের মধ্যে প্রস্তাব বিনিময়ও হবে।

আজ শুক্রবার সকাল ১০টায় সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও চীনের জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী ও পার্টি কমিটির সম্পাদক ঝাও কেঝি’র নেতৃত্বে এই বৈঠক শুরু হয়।

এর আগে সকাল ৯টা ৩০ মিনিটে চীনের জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী সচিবালয়ে উপস্থিত হলে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী তাকে ফুল দিয়ে স্বাগত জানান। লাল গালিচা সংবর্ধনা দেয়া হয় চীনের মন্ত্রীকে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রাঙ্গণে অস্থায়ী মঞ্চে দাঁড়িয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) একটি দলের সালাম গ্রহণ করেন ঝাও কেঝি।

উল্লেখ্য, স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে উভয় দেশের মধ্যে সার্বিক নিরাপত্তা ইস্যুতে আলোচনা হবে। এছাড়া ‘নিরাপদ ঢাকা সিটি’ শিরোনামে একটি প্রস্তাবিত প্রকল্প নিয়ে চীনের সঙ্গে আলোচনা হবে। চীন সরকারের অর্থায়নে এই প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
এখানে উল্লেখ্য, চীনের এই মন্ত্রী চলতি মাসে ভারত ও মিয়ানমার সফর করেন।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি