ঢাকা, মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪

সন্ত্রাসবাদ দমন সূচকে ৪ ধাপ উন্নতি বাংলাদেশের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৭, ১২ জানুয়ারি ২০১৯ | আপডেট: ১২:৪২, ১২ জানুয়ারি ২০১৯

বৈশ্বিক সন্ত্রাসবাদ দমন সূচকে (জিটিআই) চার ধাপ উন্নতি করেছে বাংলাদেশ। সার্বিকভাবে দক্ষিণ এশিয়ার অবস্থা গেলবারের চেয়ে খারাপ হলেও ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ।

এছাড়া নেপাল, ভুটান ও শ্রীলঙ্কার উন্নতি হয়েছে এ সূচকে। অন্যদিকে, আফগানিস্তান, পাকিস্তান এবং ভারতের অবস্থার আরো অবনমন ঘটেছে।

অস্ট্রেলিয়া-ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ইকনোমিক অ্যান্ড পিস-এর প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সন্ত্রাসবাদ দমন সূচকে ১০ এর মধ্যে ৫ দশমিক ছয়-নয় পয়েন্ট নিয়ে এবার চার ধাপ উন্নতি ঘটেছে বাংলাদেশের।

১৬৩টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ২৫তম। যেখানে গত বছর ২১তম অবস্থানে ছিল বাংলাদেশ।

সন্ত্রাসপ্রবণ দেশের তালিকায় শূন্য পয়েন্ট নিয়ে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে ব্রাজিল, সিঙ্গাপুর, কিউবাসহ ২৬টি দেশ। ১২ ধাপ অবনতিতে যুক্তরাষ্ট্রের অবস্থান ২০তম। ৯ দশমিক সাত-চার পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে ইরাক।

এমএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি