ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ

সন্দ্বীপে আন্তঃক্লাব গোল্ডকাপ উপলক্ষে সংবাদ সম্মেলন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৪, ৩১ জানুয়ারি ২০২০ | আপডেট: ২০:২৭, ৩১ জানুয়ারি ২০২০

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপনে বঙ্গবন্ধু আন্তঃক্লাব গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট-২০২০ এর উদ্বোধন উপলক্ষে সন্দ্বীপে এক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।

৩১ জানুয়ারী সকাল ১১টায় সন্দ্বীপ উপজেলা পরিষদের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব কনফারেন্স রুমে আয়োজিত এ প্রেস কনফারেন্সে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার বিদর্শী সম্বৌধি চাকমা।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সন্দ্বীপ থেকে নির্বাচিত সাংসদ মাহফুজুর রহমান মিতা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাইনউদ্দিন মিশন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলুল করিম ও সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ শেখ শরিফুল আলম। এছাড়া আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষকে স্মরনীয় করে রাখতে ইতোমধ্যে সন্দ্বীপ উপজেলায় সরকারীভাবে নানা কর্মসূচী গ্রহণ করা হয়েছে। 'বঙ্গবন্ধু আন্তঃক্লাব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন' তার একটি। এ টূর্ণামেন্টকে সর্বাঙ্গীন সুন্দর ও সাফল্যমন্ডিত করতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

১ ফেব্রুয়ারী বেলা ২টায় সন্দ্বীপ কোস্টগার্ড মাঠে আয়োজিত এ টুর্নামেন্ট এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করবেন, সাংসদ মাহফুজুর রহমান মিতা।

সন্দ্বীপ উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারী আলাউদ্দিন বেদন বলেন, ২৫টি দল নিয়ে ৮টি গ্রুপে প্রথম পর্যায়ে লীগ পদ্ধতিতে এ খেলা অনুষ্ঠিত হবে। উদ্বোধনী খেলায় 'পৌরসভা স্পোর্টিং ক্লাব' বনাম 'মুছাপুর অলস্টার ক্লাব' অংশ নেবে। প্রতিটি খেলায় ম্যান অব দ্যা ম্যাচ এর পুরষ্কার রয়েছে। আগামী ১৭ মার্চ এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। খেলায় চ্যাম্পিয়ন দল পাবে ট্রফি সহ নগদ ২ লক্ষ টাকা এবং রানার আপ দল পাবে ট্রফিসহ নগদ ১ লক্ষ টাকা। এছাড়া ম্যান অব দ্যা টূর্ণামেন্টের পুরষ্কারও রয়েছে।

উল্লেখ্য, বঙ্গবন্ধু আন্তঃক্লাব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আর্থিক পৃষ্ঠপোষকতায় রয়েছে প্রয়াত সাংসদ "দ্বীপবন্ধু মুস্তাফিজুর রহমান ওয়েল ফেয়ার ফাউন্ডেশন"। সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে 'সন্দ্বীপ উপজেলা ক্রীড়া সংস্থা'।

কেআই/আরকে


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি