ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

সন্দ্বীপে চার দোকানদারকে ৭৩ হাজার টাকা জরিমানা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৬, ২১ মার্চ ২০২০ | আপডেট: ১৭:৫৭, ২১ মার্চ ২০২০

করোনা ভাইরাসকে কেন্দ্র করে সন্দ্বীপে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী অতিরিক্ত দামে বিক্রি করায় চার ব্যবসায়ীকে ৭৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

শনিবার সকাল ১১টায় গুপ্তছড়া বাজারে  এ অভিযান পরিচালনা করেন সন্দ্বীপ উপজেলা ম্যাজিস্ট্রেট সহকারি কমিশনার (ভুমি) মো. মামুন।

এ সময় দোকানে মূল্য তালিকায় না থাকায় এবং দ্রব্যসামগ্রীর ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত দাম নেওয়ায় মুদি দোকানদার সাহাব উদ্দীনকে ৩৮ হাজার, নিজাম উদ্দীনকে ১৫ হাজার, বেলাল সওদাগরকে ১০ হাজার ও গোলাম সারোয়ারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন, মগধরা ১ নং ওয়ার্ডের মেম্বার এস এম সোহেল রানা বলেন, করোনা আতংকে সারা দুনিয়াতে যখন মানবিক সংকট দেখা দিয়েছে ঠিক তখন এক শ্রেণির ব্যবসায়ীরা নিজেদের স্বার্থ চরিতার্থ করতে উঠে-পরে লেগেছে। এ রকম অনিয়ম রোধ করতে অভিযান চলবে।

কেআই/আরকে
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি