ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

সন্দ্বীপে মুজিব বর্ষ উদযাপনে ক্ষণগণনার কর্মসূচি গ্রহণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১০, ৯ জানুয়ারি ২০২০ | আপডেট: ২২:১৫, ৯ জানুয়ারি ২০২০

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ক্ষণ গণনায় নানা কর্মসূচি পালন করবে সন্দ্বীপ উপজেলা প্রশাসন। সন্দ্বীপ উপজেলা কমপ্লেক্স ও এনাম নাহার মোড়ে করা হবে ক্ষণ গণনার ঘড়ি স্থাপন। আগামিকাল ১০ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ‘কাউন্ট ডাউন’ ঘড়ি উদ্বোধন করবেন।

গত ৩ জানুয়ারী এ উপলক্ষে বেগম ফজিলাতুন্নেছা মুজিব কনফারেন্স রুমে আয়োজিত প্রস্তুতি সভায় দুইদিন ব্যাপী কর্মসূচির সিদ্ধান্ত হয়। কর্মসুচী সমূহের মধ্যে র‌্যালি, আলোচনা সভা, বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানসহ আরও বিভিন্ন কর্মসূচি থাকছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার বিদর্শী সম্বৌধী চাকমা। 

তিনি বলেন, সারাদেশের মতো সন্দ্বীপেও মুজিববর্ষের ক্ষণ গণনা শুরু হবে আগামিকাল ১০ জানুয়ারি থেকে। এই উপলক্ষ্যে সন্দ্বীপের সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতার সার্বিক দিক নির্দেশনায় দুই দিনব্যাপী কর্মসূচির বাস্তবায়ন হবে। ১১ জানুয়ারি বিকাল সাড়ে ৩ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করার পর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী মুজিববর্ষের ক্ষণগণনার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

কেআই/আরকে


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি