ঢাকা, রবিবার   ২৭ জুলাই ২০২৫

সফর সংক্ষিপ্ত করে কাল দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:২০, ১২ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান বিধ্বস্তের ঘটনার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সিঙ্গাপুর সফর সংক্ষিপ্ত করে আগামিকাল মঙ্গলবার বিকেলে দেশে ফিরছেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন এই তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪ দিনের সফরে রবিবার সিঙ্গাপুর যান। আগামী বুধবার তার দেশে ফেরার কথা ছিল। কিন্তু নেপালে বিমান দুর্ঘটনার পরপরই প্রধানমন্ত্রী শোক প্রকাশ করেছেন।

এছাড়া তিনি সিঙ্গাপুর থেকে নেপালের প্রধানমন্ত্রী খাদগা প্রসাদ শর্মা অলির সঙ্গে টেলিফোনে কথা বলে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

কেআই/এসি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি