ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

সব অবৈধ ব্যবসার বিরুদ্ধে অভিযান চলবে: স্বরাষ্ট্রমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৮, ১৯ সেপ্টেম্বর ২০১৯

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ক্যাসিনো চালাতে গেলে সরকারের অনুমোদন লাগে। যারা এ ব্যবসা করছে তারা সরকার থেকে অনুমোদন নেয়নি। অবৈধভাবেই তারা এ কাজ করছে। সে জন্য অভিযান চলছে। এখন শুধু ক্যাসিনো নয়, সব অবৈধ ব্যবসার বিরুদ্ধে অভিযান চলবে।

 বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকাল সাড়ে তিনটার দিকে সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

হঠাৎ এ অভিযান কেন? উত্তরে মন্ত্রী বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই আমরা এ অভিযান করছি। আমরা এর আগেও এমন অভিযান চালিয়েছি। কলাবাগান ও 
কাওরানবাজারের দু’টি ক্লাবে অভিযান চালিয়ে ওই ক্লাব দু’টির অবৈধ কার্যক্রম বন্ধ করে দিয়েছি। 

প্রধানমন্ত্রীর নির্দেশের পর আপনারা তৎপর হয়েছেন কিনা এ প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনা পরিষ্কার। সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে তার জিরো টলারেন্স নীতি আমরা অনুসরণ করছি। উনি যেভাবে নির্দেশনা দেন সেভাবে আমরা কাজ করছি।’

ক্যাসিনোর কর্মকাণ্ডে প্রশাসনের লোকও জড়িত ছিল এমন তথ্যের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এ রকম কেউ জড়িত থাকলে তাকেও আইনের আওতায় আনা হবে। এসব বিষয়ে তদন্ত চলছে।’

এসি

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি