ঢাকা, বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪

সব দল ক্ষমতালোভী: মোদী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৩, ২৮ জুন ২০১৮ | আপডেট: ১৫:৫৩, ২৮ জুন ২০১৮

২০১৯ সালের লোকসভা ভোটের হুইসল বাজিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ বৃহস্পতিবার উত্তরপ্রদেশের মঘরে এক জনসভায় জোটবদ্ধ বিরোধীদের আক্রমণ করেন তিনি৷ আরও একবার এই জনসভা থেকে জরুরি অবস্থার কথা মনে করিয়ে বলেন, ‘‘সব দল ক্ষমতালোভী৷’’

বারাণসী থেকে ২০ কিমি দুরে মঘরে এক জনসভায় মোদী বলেন, ‘‘কিছু রাজনৈতিক দল আছে যারা শান্তি ও উন্নয়ন চায় না৷ শুধু অস্থিরতার পরিবেশ বজায় থাকুক৷ বিরোধী দলগুলি মনে করে দেশে অস্থিরতা যত বাড়বে রাজনৈতিকভাবে ততই তাঁরা লাভবান হবে৷ এঁরা শিকড় থেকে অনেক দুরে চলে গিয়েছে৷ ওঁরা কবীর, মহাত্মা গান্ধী ও আম্বেদকররে আদর্শকে ভুলে গিয়েছে৷’’

২৫ জুন কালা দিবস পালন করে বিজেপি৷ ১৯৭৭ সালের ২৫ জুন প্রধানমন্ত্রী থাকার সময় দেশে জরুরি অবস্থা জারি করেন ইন্দিরা গান্ধী৷ তার ৪৩ তম বর্ষপুর্তি পালন করে গেরুয়া শিবির৷ এদিন মোদী সেই জরুরি অবস্থা নিয়ে বিরোধীদের কটাক্ষ করে বলেন, ‘‘দু’দিন আগে জরুরি অবস্থার ৪৩ তম বর্ষপুর্তি ছিল৷ সেদিন যারা জরুরি অবস্থা জারি করেছিল আর যারা বিরোধিতা করেছিল তারা আজ ক্ষমতার লোভে একজোট হয়েছে৷ ওরা সমাজের কল্যাণ দেখতে পারে না৷ শুধু নিজেদের বাংলো ও পরিবারের কল্যাণের কথা চিন্তা করে৷’’ শেষের লাইনটি উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবকে খোঁচা মেরে করেছেন মোদী৷ মুখ্যমন্ত্রী থাকার সময় সরকারি বাংলোর ক্ষতি করেছেন অখিলেশ এমনই অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে৷

সন্ত কবীরের ৫০০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মঘরে একটি অ্যাকাডেমীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী৷ এখানে সন্ত কবীরকে নিয়ে গবেষণা করা হবে৷ জনসভায় বক্তব্য রাখার আগে তাঁর সমাধিতে চাদর চড়ান মোদী৷ তিনি বলেন,‘‘সন্ত কবীরের মতো মানুষদের জন্য ভারত একতা বজায় রেখে চলতে পেরেছে৷’’

এমজে/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি