ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪

‘সবাইকে ধৈর্যশীল আচরণ করতে হবে’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৮, ১২ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ১৬:০৯, ১২ ডিসেম্বর ২০১৮

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, ‘সবাইকে ধৈর্যশীল আচরণ করতে হবে। মৌলিক অধিকারের প্রতি সম্মান দিতে হবে। নির্বাচন সহিংসতার জায়গা না, গণতন্ত্রের জায়গা।’
আজ বুধবার নির্বাচন কমিশনে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের ব্রিফিংয়ের শেষ দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নির্বাচনী প্রচারণার শুরুতেই সহিংসতা ও প্রাণহানীর ঘটনায় নির্বাচন কমিশন বিব্রত বলে মন্তব্য প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। একই সঙ্গে ঠাকুরগাওয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়ি বহরে হামলার ঘটনা অনাকাঙ্খিত বলেও মন্তব্য করেন তিনি।
সিইসি বলেন, ‘নির্বাচনী প্রতিযোগিতা যেন প্রতিহিংসায় রুপ না নেয়; আর যেন কোন ধরণের অঘটন না ঘটে সেদিকে সবাইকে নজর রাখতে হবে।’
নির্বাচনী দায়িত্ব পালনে বিচারিক মন নিয়ে ম্যাজিস্ট্রেটদের দায়িত্ব পালনের আহবান জানিয়ে সিইসি বলেন, সবার প্রতি সমান দৃষ্টি দিতে হবে।
নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয় সে দায়িত্ব সকলের। কেউ দায়িত্ব পালনে অবহেলা করলে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ারও আহবান  জানান নির্বাচন কমিশনাররা।
এসএ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি