ঢাকা, সোমবার   ১৩ মে ২০২৪

সবুজে ঢাকছে শরীয়তপুর, শীতল হবে লু-হাওয়া (ভিডিও)

অখিল পোদ্দার, একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৩, ১০ সেপ্টেম্বর ২০২২

সবুজে ঢাকছে শরীয়তপুর। সড়কের দু’ধারে লাগানো হচ্ছে জলবায়ুবান্ধব গাছ। জেলা পরিষদের অনন্য এই উদ্যোগ সাড়া ফেলেছে পার্শ্ববর্তী জেলাতেও।

লম্বা কিংবা ঘোরানো প্যাঁচানো রাস্তাগুলো এতোদিন খালি পড়েছিল। পথিকের বিশ্রাম কিংবা পাখপাখালির খাবারেরও অভাব দেখা দিয়েছিল। পদ্মাপ্রবাহে জেগে ওঠা শরীয়তপুরের লু-হাওয়া এবার শীতল হবে জলবায়ুবান্ধব ফলজ গাছে।

স্থানীয়রা জানান, “গাছের প্রতি আমাদের এতো ভালোবাসা যে, রাস্তায় গাছ লাগিয়েছি ছাদে এবং অফিসের চারদিকে শুধু গাছই লাগিয়েছি। সৌখিন করে গড়ে তোলা হচ্ছে, এরকম জেলা পরিষদ আর কোথাও নেই।”

নতুন আর পুরোনো রাস্তার দু’পাশে রোপণ করা হয়েছে হাজার হাজার ফলজ গাছ। পাখির জন্য অভয়ারণ্য গড়ে তুলতে তালিকায় আছে হরেক জাতের ছায়াবৃক্ষ।

“এই রাস্তার দুই পাশে অনেক জঙ্গল ছিল, আমাদের চীফ স্যার যেখানেই যান রাস্তায় গাছ লাগানোর একটা নেশা জাগে। পাখিতে খাবে মানুষে খাবে, এই গাছ যে হয়ে গেছে তা আর শেষ হবে না। গাছ লাগিয়ে কিন্তু এতো সুন্দর পরিচর্যা কেউ করেননি।”

বিশ্বপ্রাণে প্রকৃতি পরিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ গড়তেই জেলা পরিষদের নান্দনিক উদ্যোগ। ফলজ গাছ লাগিয়ে বাড়ির আঙিনার সৌন্দর্যবর্ধনের অনুকরণও করছেন কেউ কেউ।

শরীয়তপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শামীম হোসেন বলেন, “গত বছর আমরা প্রায় ৩০ হাজার বৃক্ষ রোপণ করেছি। ইতিমধ্যে অনেক সড়কের পাশের গাছে পেয়ারা ও আম-জাম ধরেছে। গাছ দিয়ে প্রকৃতিকে সাজিয়েছি, আমরা মনে করি গাছ হচ্ছে প্রকৃতির অলঙ্কার।”

কার্বণ নি:সরণ যখন মাত্রা ছাড়িয়েছে তখন পদ্মাগর্ভে থাকা এই অঞ্চলে সবুজের প্রভাব পরিবেশ=প্রতিবেশে আনবে কাঙ্ক্ষিত স্বস্তি।

রাস্তার পাশে গাছ লাগিয়ে অন্যন্য দৃষ্টান্ত স্থাপন করেছে শরীয়তপুর জেলা পরিষদ। বিস্তৃর্ণ এলাকার রাস্তার দু’পাশ পরিচ্ছন্ন করে ইতিমধ্যে লাগিছে হাজার হাজার ফলের গাছ। এতে পশুপাখি যেমন উপকৃত হবে তেমনি খেতেও পারবেন সাধারণ জনগণ।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি