ঢাকা, বৃহস্পতিবার   ০৮ মে ২০২৫

সমাজসেবক বোরহান আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৭, ৫ জুন ২০১৮

Ekushey Television Ltd.

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সদস্য, রেডক্রিসেন্ট সোসাইটির সাবেক সন্দ্বীপ উপজেলা টীম লিডার এস.এম বোরহান না ফেরার দেশে চলে গেছেন।

মঙ্গলবার সকাল ৯টায় সন্দ্বীপ উপজেলার কালাপানিয়া ইউনিয়নের নিজ বাড়ীতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

কালাপানিয়া উচ্চ বিদ্যালয় এর শিক্ষক শরফুল আজাদ সুত্রে জানা গেছে, মরহুম এস এম বোরহান এর জানাজার নামাজ বিকাল চারটায় কালাপানিয়া মোতালেব মার্কেটে অনুষ্ঠিত হবে।

তিনি একাধারে সমাজসেবক, রাজনীতিবিদ ও সংগঠক ছিলেন। তার মৃত্যুতে বিভিন্ন মহলের উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ।  এছাড়া তিনি  কালাপানিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য, কালাপানিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য ছিলেন।

 এস.এম বোরহানের ইন্তেকালে বিভিন্ন মহলের শোক প্রকাশ  করেছেন।

সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার শাহজাহান, সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের কার্যকরি সদস্য ও কালাপানিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য, এসএম বোরহান উদ্দীন এর মৃত্যুতে আমি শোকাহত।

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাজিবুল আহসান সুমন বলেন, আমি খুবই মর্মাহত।

 

কেআই/ এসএইচ/

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি