ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

একাদশ জাতীয় সংসদ নির্বাচন

সমান সুযোগ নিশ্চিত করতে কর্মকর্তাদের ইসির নির্দেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪০, ৩ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে নির্বাচনে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। তিনি বলেন, নির্বাচন কমিশন যাতে প্রশ্নবিদ্ধ না হয়, সে দিকে নজর রাখতে হবে।

সোমবার সকালে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে মাহবুব তালুকদার বলেন, দেশে নির্বাচনের ধারাবাহিক কোন নীতি নেই। এই প্রথম একটি ধারাবাহিকতার মধ্য দিয়ে নির্বাচন হতে যাচ্ছে।

অবাধ, সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা জানিয়ে তিনি বলেন, ৩০ ডিসেম্বর বাঙালি একটি নতুন সূর্য রচনা করবে।

অনুষ্ঠানে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দিন আহমেদ বলেন, নির্বাচন যাতে ভালোভাবে সম্পন্ন করা যায়, সেই চেষ্টা করবে কমিশন। নির্বাচন নিয়ে এখনও কোনও সহিংস ঘটনা ঘটেনি বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান ও নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক মোস্তফা ফারুক উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে কয়েক ধাপে অংশ নিচ্ছেন সারা দেশের মোট ২ হাজার ২৬ জন কর্মকর্তা। সোম ও মঙ্গলবার নয়টি জেলার মোট ৪০৮ কর্মকর্তা প্রশিক্ষণ গ্রহণ করছেন।

এদিকে, সংসদ নির্বাচনে আগ্রহী যে সব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে আপিল করতে সোমবার সকাল থেকেই তারা যেতে থাকেন নির্বাচন কমিশনে। ৫ ডিসেম্বর পর্যন্ত আপিল করা যাবে। ৬ থেকে ৮ ডিসেম্বর আপিল আবেদনের শুনানি হবে।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি