সমাবেশ নিয়ে বৈঠকে ঐক্যফ্রন্টের নেতারা
প্রকাশিত : ১৯:৩১, ৫ নভেম্বর ২০১৮

জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের পর রাজধানীতে প্রথম সমাবেশের অনুমতি পেয়েছে যুক্তফ্রন্ট। তাই সমাবেশ নেতাকর্মীদের নতুন বার্তা দেওয়ার জন্য করণীয় নির্ধারণে মতিঝিল ব্যারিস্টার মওদুদের চেম্বরে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটি বেঠক করছে।
আজ সোমাবার সন্ধ্যায় এই বৈঠক শুরু হয়েছে। এর আগে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি পেয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। আগামী কাল মঙ্গলবার (৬ নভেম্বর) দুপুর ২টায় এ সমাবেশ হবে। আজ সোমবার (৫ নভেম্বর) বিএনপি জাতীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে সকাল সাড়ে ১১টার দিকে জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল ডিএমপি কার্যালয়ে যান সমাবেশের অনুমতির বিষয় নিয়ে কথা বলতে। শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন বিএনপি নেতা আবুল খায়ের ভূঁইয়া ও এ্যাডভোকেট আবদুস সালাম আজাদ।
টিআর/
আরও পড়ুন