ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

সমালোচিত বক্তা মুফতি ইব্রাহিমের বিরুদ্ধে দুই মামলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১০, ২৯ সেপ্টেম্বর ২০২১

ডিজিটাল নিরাপত্তা আইনে এবং টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে মুফতি কাজী ইব্রাহিমের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় দুটি মামলা হয়েছে। ফেসবুক-ইউটিউবসহ বিভিন্ন মাধ্যম ব্যবহার করে নানান ধরণের বক্তব্য দিয়ে আলোচিত-সমালোচিত তিনি।

মোহাম্মদপুর থানার ওসি আব্দুল লতিফ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, জেড এম রানা নামের এক ব্যক্তি মঙ্গলবার রাতে প্রতারণার মামলাটি দায়ের করেন। অপরদিকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলাটি করা হয়েছে গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে।

তিনি আরও জানান, রানার করা মামলায় একটি স্কুলের টাকা আত্মসাৎ, চাঁদা দাবি এবং প্রতারণার অভিযোগ আনা হয়েছে। আর গোয়েন্দা পুলিশের মামলায় সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে ‘উগ্র বক্তব্য’ দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

এই দুই মামলায় ইব্রাহিমকে আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন করা হবে বলে জানান ওসি।

এর আগে গত মঙ্গলবার ভোর রাতে মোহাম্মদপুরের জাকির হোসেন রোডের বাসা থেকে ইব্রাহিমকে গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। পরে তাকে গ্রেপ্তার করার কথা জানানো হয়। 
এসএ/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি