ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

‘সমুদ্রে অপতৎপরতা রুখতে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৭, ২৪ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘সমুদ্রে যেকোনো অপতৎপরতা রুখতে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। এজন্য এশীয় অঞ্চলের বিভিন্ন কোস্ট গার্ড সংস্থার সঙ্গে কাজ করে সমূদ্র সীমাকে নিরাপদ রাখতে হবে।’

আজ বুধবার সকালে রাজধানীর একটি হোটেলে এশিয়ান কোস্ট গার্ড প্রধানদের নিয়ে একটি উচ্চপর্যায়ের সম্মেলন উদ্বোধন কালে বাংলাদেশ কোস্ট গার্ড-এর প্রতি এ আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের উপকূলীয় ও সমুদ্র নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ড কাজ করছে। তবে এ ক্ষেত্রে প্রতিবেশী দেশগুলোরও সহযোগিতা প্রয়োজন।’

তিনি আরও বলেন, আমরা স্বল্পোন্নত দেশ ছিলাম, উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছি। সমুদ্রের তলদেশের সম্পদ কাজে লাগাতে পারলে দেশের অর্থনীতি আরও সমৃদ্ধ হবে।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘সমুদ্রের বিশাল জলরাশির তলদেশে খনিজ সম্পদের প্রাচুর্য রয়েছে। এ সম্পদ আমরা উত্তোলন করতে সক্ষম হলে আগামী কয়েক প্রজন্ম লাভবান হবে। এ সম্পদের নিরাপদ ও পরিবেশগতভাবে টেকসই উত্তোলন বাংলাদেশের উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম হবে।’

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি