ঢাকা, শনিবার   ১৭ মে ২০২৫

সম্পাদক পদে মনোনয়ন জমা দিলেন অ্যাডভোকেট যুথি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩২, ৩ মার্চ ২০২২ | আপডেট: ১৭:৩৮, ৩ মার্চ ২০২২

অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি।

অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি।

Ekushey Television Ltd.

বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন নির্বাচনে (২০২২-২০২৩) সম্পাদক পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি। 

আজ বৃহস্পতিবার দুপুর ২টায় বার এসোসিয়েশনের নির্বাচন কমিশন অফিসে তিনি মনোনয়ন পত্র জমা দেন। এসময় তার নাম প্রস্তাব করেন অ্যাডভোকেট মোঃ নাজমুল হুদা এবং সমর্থন করেন অ্যাডভোকেট রেজাই রাব্বি ও অ্যাডভোকেট মোঃ হাসানুজ্জামান।

এসময় আরো উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মামুনুর রশীদ, অ্যাডভোকেট হেমায়েত উদ্দিন মোল্লা, অ্যাডভোকেট মুক্তা আক্তার, অ্যাডভোকেট জয়নাল আবেদীন চৌধুরী রিগ্যান, অ্যাডভোকেট মোঃ নাজমুল হুদা নাহিদ, অ্যাডভোকেট মোঃ গোলাম কিবরিয়া, অ্যাডভোকেট কাজী বশির আহমেদ, ব্যারিস্টার মৌসুমি কবিতা, অ্যাডভোকেট সাজেদুর রহমান চৌধুরী বিপ্লব, অ্যাডভোকেট মোঃ হাসানুজ্জামান তুষার, অ্যাডভোকেট জাকিরুল কবির ইমরান, অ্যাডভোকেট মোঃ রেজাই রাব্বি, অ্যাডভোকেট উত্তম লাহেড়ি, অ্যাডভোকেট শওকত হায়াত, অ্যাডভোকেট আরিফ হোসেন, অ্যাডভোকেট খাইরুন্নেসা।

এসি

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি