ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

সরাইলে সাংবাদিককে হত্যার হুমকি,থানায় জিডি

সরাইল প্রতিনিধি

প্রকাশিত : ১৭:০১, ২৮ মার্চ ২০২০

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক আল মামুন খানকে মুঠোফোনে হত্যা হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে এশিয়ান টেলিভিশন ও দৈনিক ভোরের ডাক পত্রিকার সরাইল প্রতিনিধি আল মামুন খান নিরাপত্তা চেয়ে শনিবার সরাইল থানায় সাধারণ ডায়রী (জিডি) করা হয়।

জানা গেছে, করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে সারাদেশে বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ থাকার পরও সরাইল উপজেলায় ইটভাটা খোলা থাকায় শাহজাদাপুর এলাকায় অবস্থিত ইটভাটার কিছু তথ্য ও ভিডিও ফুটেজ সংগ্রহ করেন গণমাধ্যমকর্মী আল মামুন খান। 

এরই জের ধরে গত ২৭ মার্চ সকালে আল মামুন খানকে মুঠোফোনে (০১৭১১৮১১৭৫৩) কল্যাণ ব্রিকসের মালিক ও শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারী নুরুল ইসলাম কালন পরিচয় দিয়ে তাকে অশালীন ভাষায় গালাগাল ও প্রাণনাশের (হত্যার) হুমকি দেয়। এ বিষয়ে সরাইল থানার ওসি সাহাদাত হোসেন টিটো বলেন, প্রাথমিক পর্যায়ে অভিযোগটি জিডি হিসেবে নথিভূক্ত করা হয়েছে।পরবর্তীতে তদন্ত সাক্ষেপে ব্যবস্থা গ্রহণ করা হবে।
কেআই/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি