ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫

সশস্ত্র বাহিনীর আয়কর মেলা শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৭, ২৮ নভেম্বর ২০১৮ | আপডেট: ১৫:০৯, ২৮ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

কর রাজস্ব আদায়ের সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে ‘সশস্ত্র বাহিনী আয়কর মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত দুই দিনব্যাপী এ মেলা চলবে।

আজ বুধবার সকালে রাজধানীর সেনানিবাসের সেনা মালঞ্চে এ মেলার আয়োজন করেছে সশস্ত্র বাহিনী বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর অঞ্চল-৯।

সকালে ঢাকা সেনানিবাসের সেনা মালঞ্চে আনুষ্ঠানিকভাবে মেলা উদ্বোধন করেন মেজর জেনারেল মোহাম্মদ হুমায়ুন কবির। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, সামরিক বাহিনীর সদস্যরা কর দিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখছেন। বিগত বছরগুলোতে আয়কর রিটার্ন বেশি জমা পড়ায় এনবিআরকে ধন্যবাদ জানান তিনি।

এ সময় তিনি এ মেলা আয়োজনের জন্য জাতীয় রাজস্ব বোর্ডের প্রশংসা করেন। সেই সঙ্গে সামরিক বাহিনীর জন্য দেশের অন্যান্য স্থানেও এরকম মেলা আয়োজনের আহ্বান জানান। এর আগে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে চলতি মাসের ১৩ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত রাজধানী ঢাকাসহ সারাদেশে ১৬৬টি স্পটে আয়কর মেলা অনুষ্ঠিত হয়।

কর অঞ্চল-৯ এর ঢাকার কর কমিশনার মো. মাহমুদুর রহমান সভাপতিত্বে অনুষ্ঠানে আরও ব্যক্তব্য রাখনে এনবিআরের সদস্য জিয়াউদ্দিন মাহমুদ।

 

টিআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি