ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

সাংসদ লিটনের খুনি শনাক্ত না হওয়ায় উত্তপ্ত গাইবান্ধার সুন্দরগঞ্জ

প্রকাশিত : ০৯:৪৮, ১০ জানুয়ারি ২০১৭ | আপডেট: ০৯:৪৮, ১০ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের খুনি শনাক্ত না হওয়ায় উত্তপ্ত গাইবান্ধার সুন্দরগঞ্জ। হত্যাকান্ডের পর থেকেই দফায় দফায় বিক্ষোভ করছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। জড়িতদের সর্বোচ্চ বিচার চান এলাকাবাসি। সংসদ সদস্য লিটনের খুনী শনাক্ত করা ও বিচার দাবীতে সুন্দরগঞ্জে প্রায়ই প্রতিদিনই চলছে বিক্ষোভ-প্রতিবাদ। চলছে  মিছিল, সমাবেশ, কালো পকাতা উত্তোলনসহ বিভিন্ন কর্মসুচী। নেতা-কর্র্মীরা বলছেন সুন্দরগঞ্জে জামায়াতের সহিংস রাজনীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়েছিলেন লিটন। রাজনৈতিক সংগঠনগুলো পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনও ঐক্যবদ্ধ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। এদিকে, সংসদসদস্য লিটন খুন হওয়ায় লেখাপড়া ও ভবিষ্যত নিয়ে শঙ্কায় একসময়ে তারই গুলিতে আহত শিশু সৌরভ। তার পড়াশোনার দ্বায়িত্ব নিয়েছিলেন  লিটন। সরকার দলীয় সাংসদ মঞ্জুরুল ইসলাম লিটনের হত্যার বিচার দাবীতে সুন্দরগঞ্জের বিভিন্ন হাটবাজারগুলোর প্রায় প্রতিটি দোকানে এখনো কালো পতাকা টানানো রয়েছে। খুনীদের সর্বোচ্চ শাস্তি চেয়েছেন এলাকাবাসী।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি