ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

সাইনবোর্ড লাগাতে পেড়েক ঠুকে গাছের বারোটা [ভিডিও]

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৯, ১০ জুলাই ২০১৮ | আপডেট: ১০:৪৬, ১১ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

গাজীপুরের বিভিন্ন স্থানে সড়ক ও বিনোদন কেন্দ্রগুলোর আশপাশে গাছে পেরেক ঠুকে সাইনবোর্ড ঝুলিয়ে পথচারীদের আকৃষ্ট করছে বিজ্ঞাপন প্রচারকারীরা।

কিন্তু সচেতনতার অভাবে পেরেক ঠোকায় গাছগুলো বেড়ে উঠতে পারছে না; মরেও যাচ্ছে অনেক গাছ।

এভাবে গাছ ধ্বংস করায় ক্ষুব্ধ অনেকেই। আর গাছ বিনষ্টকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার কথা বলেছেন জেলা প্রশাসক।

গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের রিপোর্ট; জানাচ্ছেন রত্মা জামান।

গাছ পরিবেশের সবচেয়ে বড় বন্ধু হলেও মানুষের অত্যাচার থেকে রক্ষা পাচ্ছে না। বরং দিন দিন তা বাড়ছে। অনেক ক্ষেত্রে গাছে পেরেক ঢুকিয়ে বিজ্ঞাপন ঝোলানো হচ্ছে।

এরফলে গাছগুলো ঠিক মত বেড়ে উঠতে পারছে না। জনসচেতনতার অভাবে এভাবে গাছ নষ্ট করার প্রতিকার চায় এলাকাবাসী ও শিক্ষার্থীরা।

এদিকে, গাছে সাইনবোর্ড টাঙানো সহ বিভিন্ন বিজ্ঞাপনের বিষয়ে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানালেন জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর।

গাছের ক্ষতি রোধে জনসচেতনতার জন্য লিফলেট বিতরণ সহ সচেতনতামূলক সভা করার পরামর্শ দিয়েছে এলাকাবাসী।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি