ঢাকা, শুক্রবার   ১০ মে ২০২৪

সাইফউদ্দিন আহমেদ মানিকের ১১তম মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশিত : ০৮:৩৬, ৩ ফেব্রুয়ারি ২০১৯ | আপডেট: ০৮:৩৭, ৩ ফেব্রুয়ারি ২০১৯

সাইফউদ্দিন আহমেদ মানিকমুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও গণফোরামের সাবেক সাধারণ সম্পাদক সাইফউদ্দিন আহমেদ মানিকের ১১তম মৃত্যুবার্ষিকী।

আজ রোববার (৩ ফেব্রুয়ারি)। দিনটি উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে গণফোরাম। দলটির তথ্য ও গণমাধ্যম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম পথিক এ তথ্য জানান। সাইফউদ্দিন মানিক ’৬২, ’৬৪ ও ’৬৯-এর গণঅভ্যুত্থানের অন্যতম নেতা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও শ্রমিক আন্দোলনের পথিকৃৎ ছিলেন।রফিকুল ইসলাম পথিক বলেন, সাইফউদ্দিন আহমেদ মানিকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামীকাল রবিবার সকাল ৮টায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তার কবরে শ্রদ্ধাঞ্জলি জানাবে গণফোরাম।

তিনি জানান, বিকাল ৪টায় রাজধানীর আরামবাগে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে স্মরণসভা হবে। এতে সভাপতিত্ব করবেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। এ স্মরণসভায় বক্তব্য রাখবেন সাইফউদ্দিন আহমেদ মানিকের সহধর্মিনী ড. ফওজিয়া মোসলেমসহ গণফোরামের কেন্দ্রীয় নেতারা।

টিআর/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি