ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

সাকিবকন্যাকে কুরুচিপূর্ণ মন্তব্যকারীদের খুঁজছে পুলিশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৮, ২১ আগস্ট ২০২০ | আপডেট: ২০:৩৫, ২১ আগস্ট ২০২০

Ekushey Television Ltd.

বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানের কন্যাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্যকারীদের শনাক্তে কাজ করছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন।

সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন বলছে, কুরুচিপূর্ণ মন্তব্য শাস্তিযোগ্য অপরাধ। এমন মন্তব্যকারীদের আইনের আওতায় নিয়ে আসার বিষয়টি প্রক্রিয়াধীন। ২১ আগস্ট কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সাইবার ক্রাইম এ সংক্রান্ত একটি ঘোষণা দিয়েছে।

সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের এডিসি মো. নাজমুল ইসলাম বলেন, বাংলাদেশের গর্ব সাকিব আল হাসানের পরিবারের শিশু সদস্যকে নিয়ে কিছু বিকৃত মানসিকতার মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি কুরুচিপূর্ণ মন্তব্য করছেন, যা শাস্তিযোগ্য অপরাধ। বিষয়টি আমাদের নজরে এসেছে।

ইতোমধ্যে এমন মন্তব্যকারীদের আমরা শনাক্ত করেছি। তাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শিষ্টাচার বজায় রাখার জন্য সবাইকে অনুরোধ জানিয়ে তিনি বলেন, মিথ্যা তথ্য প্রচার, সম্মানহানির চেষ্টা উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিষোদগার বা প্রোপাগান্ডা ছড়ানো অপরাধ। এ ব্যাপারে নজরদারি করছে সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের চৌকষ দল।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি