ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

সাগর-রুনি হত্যাকাণ্ডের ক্লু পাওয়া যায়নি : তদন্ত কর্মকর্তা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৭, ১১ নভেম্বর ২০১৯

বহুল আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনি হত্যাক্যাণ্ডের ঘটনায় গঠিত তদন্তে কোনো ক্লু পাওয়া যায়নি বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার শফিকুল আলম।

আজ সোমবার (১১ নভেম্বর) চাঞ্চল্যকর এ মামলার অগ্রগতির ব্যাপারে আদালতের কাছে এমনটাই জানান তিনি। এসময় আদালত মামলার তদন্তের অগ্রগতি নিয়ে হতাশা প্রকাশ করেন।

বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ হতাশা ব্যক্ত করেন।

তদন্ত কর্মকর্তা বলেন, চারটি ডিএনএ প্রতিবেদনের মধ্যে দুটি মিলেছে। এ দুটিতে আসামিদের সম্পৃক্ততা পাওয়া যায়নি বলে সেগুলো আবারও আমেরিকায় এফবিআই’র ল্যাবে পাঠানো হয়েছে। এ পর্যন্ত এ হত্যাকাণ্ডের ঘটনায় ৮ আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকী দুটি প্রতিবেদন পাওয়া গেলে অগ্রগতি হবে।

আট বছর পরেও মামলার তদন্তে অগ্রগতি না হওয়ায় সন্দেহভাজন আসামি মো. তানভীর রহমান হত্যা মামলাটি বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন। আগামী  বৃহস্পতিবার (১৪ নভেম্বর) তার জামিন আবেদনের ওপর আদেশ দেয়া হবে।

এদিকে, এ আবেদনের প্রেক্ষিতে এ মামলার কার্যক্রম কেন বাতিল হবে না তা জানতে চেয়ে দুই সপ্তাহের রুল জারি করেছেন আদালত। আদালতে আসামি পক্ষে শুনানি করেন আইনজীবী ফাওজিয়া করিম ফিরোজ। রাষ্ট্রপক্ষে ছিলেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারওয়ার হোসেন বাপ্পী।

এর আগে গত ২০ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তাকে তলব করেন হাইকোর্ট।
এআই/

 

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি