ঢাকা, বৃহস্পতিবার   ০২ মে ২০২৪

চুড়িহাট্টা ট্র্যাজেডি  

সাতদিনের রিমান্ডে ওয়াহেদ ম্যানশন মালিকের ২ ছেলে

প্রকাশিত : ১৫:১৩, ৮ এপ্রিল ২০১৯

পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় ওয়াহেদ ম্যানশন মালিকের দুই ছেলে মো. হাসান ও সোহেল ওরফে শহীদকে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী এ আদেশ দেন। আদালতে সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধ কর্মকর্তা (জিআরও) মাঝহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

চকবাজার থানার মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মোরাদুল ইসলাম মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আদালতে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিলের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ২ এপ্রিল হাইকোর্টের দেওয়া তিন সপ্তাহের জামিনের মেয়াদ শেষ হওয়ায় তারা আইনজীবীর মাধ্যমে নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ তাদের জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাদের জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

প্রসঙ্গত, গত ২০ ফেব্রুয়ারি রাতে চকবাজারের চুড়িহাট্টায় ভয়াভহ অগ্নিকাণ্ডে ৭১ জন প্রাণ হারান। ওই ঘটনায় আহত হন অনেকে। পরে ওই ঘটনায় আসিফ নামে স্থানীয় এক বাসিন্দা চকবাজার মডেল থানায় মামলা করেন। এর আগে ২০১০ সালে নিমতলীতে অগ্নিকাণ্ডে ১২৪ জনের মৃত্যু হয়।

একে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি