ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

সাভার ও মানিকগঞ্জের ‘খনি’ থেকে পানি সরবরাহ মার্চেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৫, ২২ নভেম্বর ২০১৭ | আপডেট: ১২:২৩, ২২ নভেম্বর ২০১৭

২০০৯ সালে ঢাকার সাভার ও মানিকগঞ্জে দুটো ভূগর্ভস্থ পানির ভান্ডার বা ‘খনি’র সন্ধান গেছে। সেখান থেকে আগামী মার্চ মাসেই পানি সরবরাহ করা সম্ভব হবে বলে জানিয়েছে ওয়াসা।

ওয়াসা সূত্রে জানা গেছে, এই দুটো ভান্ডারের উৎস হচ্ছে হিমালয় পর্বতমালার একটি হিমবাহ। সেখানে প্রায় ৪০ বছর ব্যবহার করার পানি জমা আছে এবং তা এখনো আসছে অর্থাৎ `পুনর্ভরণ` হচ্ছে। তাই এই দুটো খনির পানি কখনোই ফুরাবে না। ২০১৮ সালের মার্চ নাগাদ ঢাকার মিরপুর এলাকায় এই খনির পানি সরবরাহ শুরু হবে।

২০০৯  সালে ঢাকার অদূরে সাভারের তেঁতুলঝরা ভাকুর্তা এলাকায় পানির খনিটির সন্ধান পাওয়া যায়। ওই বছরই মানিকগঞ্জের সিঙ্গাইরে আরও একটি ভূগর্ভস্থ পানির ভান্ডারের সন্ধান পাওয়া যায়।

এটি প্রায় ৬০০ ফিট নিচে এবং এর বিস্তৃতিও অনেক। সেখানে প্রায় ৪০ বছর ব্যবহার করার মতো পানি জমা রয়েছে।

এ পানি সম্পূর্ণই খাবার উপযুক্ত তবে এতে আয়রনের মাত্রা বেশি তাই সেটা দূর করার জন্য সেখানে একটা প্ল্যান্ট স্থাপন করা হয়েছে।

সূত্র : বিবিসি বাংলা

এমআর / এআর


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি