ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

সাভারে অর্ধকোটি টাকা মূল্যের শিব মূর্তিসহ আটক ২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:১৩, ২২ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

ঢাকার অদূরে সাভারে ঢাকা উত্তর ডিবি পুলিশের অভিযানে অর্ধকোটি টাকা মূল্যের কষ্টিপাথরের একটি শিবমূর্তিসহ দুই জনকে আটক করা হয়েছে। শুক্রবার রাত ১০টার দিকে সাভারের কলাম গ্রামে অভিযান চালিয়ে মূর্তিটি উদ্ধারসহ তাদের আটক করা হয়।

ঢাকা উত্তর ডিবি পুলিশের ওসি এএফএম সায়েদ জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. নজরুল ইসলামের নেতৃত্বে এএসআই জাহিদ ও তাদের সঙ্গীয় পুলিশ সদস্য মোসলেম, মাসুদ, রুবেলসহ সাভার থানাধীন কলমা গ্রামে অভিযান চালিয়ে প্রায় অর্ধকোটি টাকা মুল্যের কষ্টি পাথরের সনাতন ধর্মালম্বীদের শিবমূর্তি উদ্ধার করা হয়েছে। এ সময় শিবমূর্তিটিসহ পাচারকারী দলের দুই সদস্যকে আটক করা হয়েছে। আটকৃতরা হলো- রুবেল (৩৫) ও আল আমিন (৩৯)। প্রচলিত আইনে একটি মামলার প্রস্তুতি চলছে বলে ডিবি পুলিশের কর্মকর্তারা নিশ্চিত করেন।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি