ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

সাভারে উন্নয়ন মেলার উদ্বোধন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৭, ৪ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

সারাদেশের মতো রাজধানী ঢাকার অদূরে সাভারেও জাতীয় উন্নয়ন মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার সাভার উপজেলা চত্বর মাঠে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এরপর দুপুরে উপজেলা প্রাঙ্গনে বেলুন ও পায়রা উড়িয়ে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. এনামুর রহমান উন্নয়ন মেলার আনুষ্ঠানিক ঘোষণা করেন।
মেলা উপলক্ষ্যে উপজেলা প্রাঙ্গন থেকে একটি র‌্যালি বেড় হয়ে ঢাকা-আরিচা মাহসড়কের গেন্ডা এলাকা প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
এসময় তার সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাসেল হাসান, সাভার পৌরসভার মেয়র আলহাজ মো. আব্দুল গনি, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যনবৃন্দ, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারি, শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতারা ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আগামী ৬ অক্টোবর পর্যন্ত বিভিন্ন দর্শনার্থীদের সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড প্রর্দশনীর মাধ্যমে চলবে সাভারের এ মেলা। মেলা উপলক্ষ্যে সরকারি-আধা সরকারি ও বে-সরকারি ১২০টি সেবা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিভিন্ন স্টল দেওয়া হয়েছে।
মেলায় শিশুদের বিনোদনের জন্য নাগরদোলা, খেলনা-দোলনা ও নৌকাসহ বিভিন্ন বিনোদনের ব্যবস্থা রাখা হয়েছে।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি